Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Decisions of Monthly meetings

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ

বীরগঞ্জ, দিনাজপুর।

 

 

 

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

 

তারিখঃ.....................

 

০১ নং

২০১৪-২০১৫ অর্থবছরেরলোকালগর্ভন্যান্সসাপোর্টপ্রজেক্ট(এলজিএসপি) এর আওতায় থোক বরাদ্দের মাধ্যমে প্রাপ্ত অর্থ হইতে ইউপির ............................................................................ উল্লেখিত কাজের প্রকল্প কমিটির চেয়ারম্যান প্রকল্পের কাজ সমা্প্ত  করিয়া বিল ভাউচার প্রস্ত্তত পূবর্ক চুড়ান্ত বিলের জন্য আবেদন করিয়াছেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির  কাজ সমাপ্তি রেজুলেশন এবং প্রকল্প তদারকী  কমিটির  প্রত্যায়ন পত্র সহ  উক্ত কাজের প্রকল্প  চেয়ারম্যান বিল  আবেদন  এবং বিল ভাউচার  সমূহ নিরীক্ষা পূর্বক ১ম ও চুড়ান্ত কিস্তিতে ৫.৫% ভ্যাট .................................টাকা .................................... নং একাউন্টে চালানোর মাধমে জমা প্রদানসহ অবশিষ্ট ..................... টাকা চেকের মাধ্যমে প্রদান করা যাইতে পারে। উক্ত কাজ সমূহের বিল ভাউচার সমূহ ইউনিয়ন পরিষদের সমন্বয়ের জন্য প্রস্ত্তত করা হইয়াছে।  সদয় স্বাক্ষরে জন্য নথি মূলে পেশ করা হইল।

 

মন্তব্য

০২ নং

২নং অনুচ্ছেদের আদেশে বর্ণিত কাজের প্রকল্প চেয়ারম্যান........................ ইউপি সদস্যকে ১ম ও চুড়ান্ত কিস্তিতে বিল বাবদ .................................. টাকা  ক্রস  চেকের মাধমে প্রদান করা   যাইতে পারে  এবং  যাহার  চেক নং ...............................টাকা ..........................ভ্যাট সহ ভ্যাটের জন্য ....................................টাকা জনতা ব্যাংক, কবিরাজ হাট শাখা ....................... নং একাউন্টে

চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য প্রদান করা যাইতে পারে। যাহার চেক নং............................। উল্লেখিত........................................... টাকার উক্ত নং চেকখানা সদয় স্বাক্ষরের জন্য নথি মূল্যে পেশ করা হইল।

 

 

০৩ নং

.......................................................টাকার ক্রস চেকটি যাহার নং ...............................প্রকল্প চেয়ারম্যান জনাব ....................................কে

প্রদান করা হইল এবং সদয় স্বাক্ষরের জন্য নথি উপস্থাপন করা হইল।

সিদ্ধান্ত গৃহীত হইল।

 

 

 

 

 

বিঃ দ্রঃ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা প্রতি দুই মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এবং তাহা কমিটির সকল সদস্য/সদস্যাদেরকে নোটিশ এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব , মোঃ বদিউজ্জামান (পান্না)